Why monetization result don't come- মনিটাইজেশন রেজাল্ট আসে না কেন।

আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। হয়তোবা আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করেছেন। অথবা এখনো করেননি। যারা ইউটিউবার আছেন ছোট ছোট ইউটিউবার তাদের জন্যই আজকের পোস্ট টা। 

আপনি যদি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করেন তাহলে সেই রেজাল্ট পেতে আপনার কতদিন লাগবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। 



 

Why monetization result don't come



প্রথমত আমার চ্যানেলের কথা বলে থাকি আমি মাত্র 2 দিনে মনিটাইজেশন পেয়েছি। 

দুই দিনও না জাস্ট 30 ঘণ্টার মধ্যেই আমাকে মনিটাইজেশন দেয়া হয়েছে। 

কারণটা কি?  কারণ টা হল আমার চ্যানেলটা একদম ফ্রেশ এখানে কোন স্ট্রাইক নাই।

এ কারণেই আমাকে মূলত এক দিনেই মনিটাইজেশন দিয়েছে। 

এখন আপনার কথায় আসি কোন কোন বিষয় লক্ষ রাখলে আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন। 

তো বন্ধুরা অবশ্যই আপনারা জানেন সবসময় ইউটিউব চাই ফ্রেশ কনটেন্ট। 

নিজের কনটেন্ট রিয়েল কনটেন্ট। 

রিয়েল কনটেন্ট নিয়ে কাজ করলে মনিটাইজেশনের জন্য আপনাদের বেশি হয়রানি পোহাতে হবে না। 

তো এখন বলি কোন কোন দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 

প্রথমত বলে থাকি আপনার চ্যানেল টি যদি ফুল স্ক্রিন রেকর্ডার এর মাধ্যমে তৈরি করা হয় তাহলে হয়তো মনিটাইজেশন পেতে কিছু সময় লাগবে। 

মনিটাইজেশন পাবেন না এটা বলব না অবশ্যই মনিটাইজেশন পাবেন। কারণ ইউটিউব রুলসে স্ক্রিন রেকর্ডার এর জন্য মনিটাইজেশন এলাও আছে। 

কিন্তু এটার জন্য হয়তো তিরিশ দিন এক মাস বা দুই মাস আপনার সময় লাগতে পারে। 

তারপরও বলে রাখি,  যে দিন আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করবেন সেই দিনে কমপক্ষে তিন থেকে চারটি ভিডিও 5 ঘন্টা পর পর আপলোড করবেন ইউটিউবে। 

আপনি যখন মনিটাইজেশন এ এপ্লাই এরপর দিনে তিন থেকে চারটি করে ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব কমিউনিটি বুঝতে পারবে যে আপনি একটিভ,  ইউটিউবে কাজ করার জন্যই আপনি  এসেছেন। 

এর জন্য আপনাকে মনিটাইজেশন খুব দ্রুত দিবে তারা। 

দ্বিতীয় পয়েন্ট হল আপনার প্রতিটি ভিডিওতে যদি পারেন কমপক্ষে 10 সেকেন্ড করে ফেস ক্যাম্প দিবেন।

কারণ ফেস ক্যাম্পের উপর মনিটাইজেশন খুব ভালো কাজ করে। আপনি যখন ফ্রেশ ক্যাম্প দিবেন তখন সে ভিডিওতে কোন স্ট্রাইক, ক্লেইম, কপিরাইট কিছুই আসবে না।  সেটা হবে একদম ফ্রেশ ভিডিও। ফলে আপনার চ্যানেল একদম ফুল ফ্রেশ গ্রীন থাকবে। 

আরও একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি সেটা হলো আপনি কোন অ্যাপস বা প্রোডাক্ট এর রিভিউ করবেন ন। কারণ অ্যাপস বা প্রোডাক্টের রিভিউ করলে তার লিংক কমেন্ট বক্সে দিতে হবে আর কমেন্ট বক্সে লিঙ্ক দিলে মনিটাইজেশন পেতে অনেক কষ্ট করতে হবে আপনাকে।

কারণ যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন আপনি মনিটাইজেশান পেয়েও যেতে পারেন কিন্তু আবার দুই মাস পর হঠাৎ মনিটাইজেশন হারায় যেতে পারে কারণ লিংক শেয়ার করা দন্ডনীয় অপরাধ। 

আপনি যদি অ্যাপস রিভিউ নিয়ে কাজ করেন তাহলে অ্যাপসের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে দিবেন না। 

কারণ এপ্স এর রিভিউ করা ইউটিউব থেকে নিষেধ আছে। 

এপ্স এর রিভিউ করতে পারবেন না তাও নয়।  আপনি যেগুলো  গুগল প্লে স্টোরে ভেরিফাই করা আছে সেই অ্যাপস গুলোর রিভিউ দিতে পারবেন।।

বা যেগুলোর স্টার র্্যাংকিং ভালো সেগুলোর রিভিউ দিতে পারবেন। 

আর একটি কথা সব সময় মনে রাখবেন। ইউটিউব কিংবা গুগল যেকোনো অনলাইন প্লাটফর্ম, কোনো illegal কাজ পছন্দ করে না। 

আপনি যদি আপনার জায়গা থেকে সৎ ভাবে কাজ করতে পারেন, আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। 


শেষ কথাঃ 

এই পোস্টটি পড়ে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। 

আর যদি উপরোক্ত পোষ্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। 

ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।




0 Response to "Why monetization result don't come- মনিটাইজেশন রেজাল্ট আসে না কেন। "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel