The benefits of first 1k subscribers on Youtube channel.

আসসালামুআলাইকুম ভিউয়ার্স, 

আশা করি সবাই ভাল আছেন,  বরাবরের মতো আবারো একটি নতুন টপিক নিয়ে লিখতে বসলাম। 

ইউটিউবে প্রথম 1000 সাবস্ক্রাইবার এর পর কি কি সুবিধা আপনি পাবেন। 

যদি লেখাটি পড়ে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।

আমরা সবাই যখন প্রথম প্রথম ইউটিউবিং করতে আসি, আমাদের সবারই স্বপ্ন থাকে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০  ঘন্টা ওয়াচ টাইম।

আমারা দিন রাত চব্বিশ ঘণ্টা কাজ করে, অনেক পরিশ্রমের পর যখন ১০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তখন আমরা অনেক অনেক খুশি হই।



subscribers on Youtube channel.




আর ইউটিউব কর্তৃপক্ষও ১০০০ সাবস্ক্রাইবারের জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা করে দেয়।

তো বন্ধুরা এখন কোথায় আসি যে 1000 সাবস্ক্রাইবার হলে কি কি বেনিফিট পাব। 

আমরা যখন 1000 সাবস্ক্রাইবার পূরণের আগেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কোথাও শেয়ার করি, সেই ভিডিওর লিংক টা অনেক বড় হিজিবিজি দেখায়। 

ফলে সেই লিংকটি অন্যদের কাছে শেয়ার করা একটু মুস্কিল হয়। তাই আপনার প্রয়োজন হয় এটি কাস্টম ছোট ইউ আর এল এর। 

আর একটি ছোট কাস্টম ইউআরএল পেতে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। 

এছাড়াও আপনারা যখন একটি মনিটাইজেশন চ্যানেল ফলো করবেন তখন দেখবেন সেখানে একটি কমিউনিটি অপশন থাকে। 

নতুন ইউটিউব চ্যানেলে অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এর নিচে এরূপ চ্যানেলে কমিউনিটি অপশন থাকেনা। 

তাই যখন আপনি 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন, তখন আপনাকে একটি কমিউনিটি অপশন দেওয়া হবে। 

এই কমিউনিটি অপশনের মাধ্যমে আপনারা আপনাদের অল্প ভিউজ আছে এমন ভিডিওগুলোকে বুষ্ট করতে পারেন। 

অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার ভিডিওর ফ্রি মার্কেটিং করতে পারেন। আর সহজেই আপনার ভিডিও অনেক মানুষের কাছে পৌছাতে পারেন।

এর ফলে সহজেই সেই ভিডিও গুলোতে ভিউজ বাড়বে। 

 তারপরের যে বিষয়টি হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো মনিটাইজেশন।  

ইউটিউব রুলস অনুসারে আপনি যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম করতে পারবেন, 

তখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে দেওয়া হবে। 

অর্থাৎ আপনার চ্যানেলে গুগল এড শো করবে,  যখনই আপনার চ্যানেলের গুগল এড শো করবে তখনই আপনার প্রফিট আসা শুরু হবে। 

মূলত এই মনিটাইজেশনের জন্যই সকল ইউটিউবার হাড়ভাঙ্গা পরিশ্রম করে থাকি।

তো এগুলোই হল এটুজেড 1000 সাবস্ক্রাইবার এর বেনিফিট। 

শেষ কথা, 

যদি পুরো লেখাটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। 

আরো কোন বেনিফিট যদি 1000 সাবস্ক্রাইবার থাকে তাও কমেন্টে বলবেন। 

খোদা হাফেজ।  


 

0 Response to "The benefits of first 1k subscribers on Youtube channel."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel