How many videos cab be uploaded per day to the new monetization Channel
Wednesday, 9 June 2021
Comment
আসসালামু আলাইকুম বন্ধুরা,
আশা করি
সবাই অনেক অনেক ভাল আছেন।
আজ একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
নতুন মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে কয়টি ভিডিও দিনে আপলোড করা যেতে পারে।
এই টপিক নিয়ে কোন আলোচনা ইউটিউব এবং গুগলে নেই।
তাই আজ আমি এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আর্টিকেলটি লিখলাম।
আমাদের চারপাশে অনেক মানুষ দেখতে পাই যারা ইউটিউবিং করে।
তাদের মাঝে অনেকে হয়তো কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করে হারায় যায়।
আর কেউ কেউ ইউটিউবকে ধরে রেখে শেষ পর্যন্ত মনিটাইজেশান পেয়ে য়ায়।
একটি চ্যানেলে মনিটাইজেশন পাওয়াটা যে কঠিন, যিনি পেয়েছেন শুধু সেই জানে।
মনিটাইজেশন পাওয়া সহজ ব্যাপার না। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার মাধ্যমে মনিটাইজেশন পাওয়া যায়।
এই মনিটাইজেশন যদি চলে যায় তাহলে, একজন ইউটিউবার কতটা কষ্ট পাবে সেটা বুঝতেই পারছেন।
এর জন্য ইউটিউবের রুলস অনুসারে, মনিটাইজেশন চ্যানেলে দিনে কয়টি ভিডিও ছাড়তে পারবে, তার একটি ধরাবাধা নিয়ম আছে।
এই রুলস টা যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের চ্যানেলের মনিটাইজেশনের কোন ক্ষতি হবে না।
আর একটু কথা সেটা হলো, যদি এই বিষয়টি আপনাদের ভালো লাগে তাহলে, কমেন্টের মাধ্যমে জানাবেন।
এখন কথায় আসি যে, মনিটাইজেশান চ্যানেলে দিনে কয়টি ভিডিও আপলোড করা যাবে।
আমি আমার চ্যানেলে মনিটাইজেশান পাওয়ার পর যখন একটি ভিডিও আপলোড করলাম, টিক মার্ক আসলো অর্থাৎ গ্রিন অ্যাডসেন্স আসসে। অর্থাৎ আমার ভিডিওটি ভালো মতে আপলোড হয়েছে।
একই দিনে পরবর্তীতে আবারও একটি ভিডিও আপলোড করলাম সেটাতেও গ্রিন অ্যাডসেন্স আসসে,কিন্তু যখন একই দিনে আবারো আরেকটি ভিডিও আপলোড করলাম তখনই ব্লাক এডসেন্স আসলো।
অর্থাৎ ইউটিউব থেকে আর আমার ভিডিও নিচ্ছে না।
তখন আমি চিন্তা করলাম কেন এমন হচ্ছে মনিটাইজেশনের আগে আনলিমিটেড ভিডিও আপলোড করতে পারতাম,কিন্তু এখন পারছি না।
পরবর্তীতে আমি ইউটিউব এর রুলস ভালোভাবে পড়লাম
সেখানে বলা আছে, মনিটাইজেশনের পর প্রতি ২৪ ঘন্টা পর পর একটি করে ভিডিও আপলোড করতে পারবো।
সেখানে তারা বলেছেন, দিনে একটির বেশি দুইটা ভিডিও আপলোড করলে চ্যানেলের ক্ষতি হতে পারে।
তাই আমাদের উচিত সেফ জোনে থেকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা।
আর হ্যা যদি আপনি দিনে আরো বেশি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি আরো একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ইচ্ছা মতো ভিডিও ছাড়তে পারেন।
এতে আপনার একইসাথে দুইটি চ্যানেলের সাবসক্রাইবার ও ভিজিটরস্ বাড়বে।
শেষ কথা,
আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হন তাহলে, অবশ্যই কমেন্টে জানাবেন৷ আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন।

0 Response to "How many videos cab be uploaded per day to the new monetization Channel "
Post a Comment