ইউটিউব ভিডিওতে ভিউজ হয় না কেন
হ্যালো আসসালামুআলাইকুম বন্ধুরা আজকে আবার আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ হয় না কেন। বা হলেও খুবই কম কেন।
আমি মূলত অনেকভাবেই রিচার্জ করে দেখেছি যে কিকি ভুল করলে এই ভিউজ হয় না।
তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন একটি ভিডিও ভাইরাল হয় ট্যাগ টাইটেল এবং থাম্বনেইল এর কারণে।
আমরা যদি ট্যাগ টাইটেল এবং থাম্বনেইল ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
তো এগুলো সম্পূর্ণভাবে করার জন্য আমি আপনাদেরকে যা যা বলি তাইতে করবেনঃ
প্রথমে আপনাদেরকে YT Studio এই অ্যাপটি ইন্সটল করতে হবে।
এখান থেকে আপনি আপনার সমস্ত কাজ পরিচালনা করতে পারবেন এখান থেকে আপনি আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবেন দেখতে পারবেন আপনার ভিডিওতে কয়জন সাবস্ক্রাইব করেছেন, কয়জন ভিউ হয়েছে সবকিছু এখানে দেখতে পারেন।
এখান থেকে আপনি ডিসকভারিতে যাবেন সেখানে দেখবেন কোন ট্যাগটির জন্য আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে, তারপর সেইটা একটি ট্যাগ রেখে, আরো রিলেটেড ২টি টয়াগ ব্যবহার করবেন, তাহলে আপনি ভিডিওটি ভাইরাল সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
0 Response to "ইউটিউব ভিডিওতে ভিউজ হয় না কেন "
Post a Comment