ইউটিউব ভিডিও ভাইরাল এর জন্য সঠিক ট্যাগ এবং টাইটেল ব্যবহার করুন

আসসালামুআলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। 

বরাবরের মত আমি আবার একটি নতুন বিষয় লিখতে বসলাম নতুন নতুন ইউটিউবারদের জন্য। 

আজকের ট্রপিক  টা হচ্ছে ইউটিউবে একটি ভিডিও কিভাবে ভাইরাল করবেন। 

ইউটিউবে ভিডিও ভাইরাল করা আসলেই অনেক জটিল  ব্যাপার। 

অনেক ধরনের আর্টিকেল পড়েছেন যেগুলো ইউটিউব এর ভিডিও ভাইরাল রিলেটেড। 

কিন্তু ম্যাক্সিমাম ভিডিও বা আর্টিকেল পড়ে হয়তো সাফল্য অর্জন করেছেন বা করেননি। 

সবার কাছ থেকে কিছু কিছু অভিজ্ঞতা আপনারা নিয়েছেন। 

আজ আমি আপনাদের কিছু অভিজ্ঞতা দিতে যাচ্ছি যে অভিজ্ঞতাটা আর কি আপনার একটু হলেও সাহায্য করবে।                                    

ইউটিউব ভিডিও ভাইরাল এর জন্য সঠিক ট্যাগ এবং টাইটেল ব্যবহার করুন

একটি ভিডিও ভাইরাল এর পিছনে কাজ করে তিনটি বিষয়।

প্রথম হচ্ছে থাম্বনেইল, 

দ্বিতীয় হচ্ছে কনটেন্ট, 

তৃতীয়  হচ্ছে টাইটেল ও ট্যাগ।

এখন থাম্ননেল এর কথায় আসি, আপনি এমনভাবে একটি থাম্মেল তৈরি করবেন আপনার কনটেন্ট এর সাথে সামঞ্জস্য রেখে যা আপনার ভিজিটরকে অত্যন্ত আকর্ষিত করবে এবং আপনার ভিডিওতে প্রবেশ  করার মনোভাব সৃষ্টি করবে। 

থাম্বনেল টা দেখে যেন একটা ভিউয়ার্স এর মনটা জুড়িয়ে যায়। 

থাম্বনেল টা যদি ভাল হয় তাহলে কনটেন্টের ভেতরে ফোকাস হয়। 

আপনি কি জিনিস লক্ষ্য করবেন যে একটা ভিউয়ার্স যখন ইউটিউবে, ভিডিও ক্সল করে সে প্রথমে টাইটেল দেখেনা সে প্রথমে থাম্বনেইলের দিকে লক্ষ্য করে। 

মিলের ভিতরে কি লেখা আছে কতটুকু আকর্ষিত, সেটা দেখেই ভিউয়ার্স ভিডিওর মধ্যে ঢুকে যায়।

কিন্তু থাম্বনেইল দেখে যদি একটা ভিউয়ার্স ভিডিওর মধ্যে ঢুকে যায় এবং ভিডিওতে যদি আসল তথ্য না পায় তখন সে আপনার ওপর আস্থা হারিয়ে ফেলবে এবং আপনার ভিডিও পরবর্তীতে দেখতে চাইবে না। 

থাম্বনেইল এর পরবর্তীতে আপনাকে কনটেন্টের উপর নজর দিতে হবে আপনার কনটেন্ট অত্যন্ত মান সম্পন্ন হতে হবে। 

কনটেন্ট মানসম্মত হলে ভিউয়ারসপুরো কনটেন্টে অত্যান্ত মনোযোগ সহকারে দেখবে।


এখন আসি টাইটেলের কথায়। আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টিকে আগে ইউটিউবে সার্চ দিবেন। 

সে বিষয়টির পর যদি অনেকগুলো ভিডিও পেয়ে যান তাহলে আপনি সেই ভিডিও গুলো ভালভাবে লক্ষ করবেন। 

তারা কিভাবে তাদের কনটেন্টগুলো কে উপস্থাপন করছে সেটার দিকে আপনি খেয়াল রাখবেন। 

তারা তাদের ভিডিওতে যে টাইটেল দিয়েছে সেগুলো আপনি একটি এক্সট্রা খাতায় নোট করে নিন। 

আপনি এমন টাইটেল খুঁজুন যাতে তাদের চেয়ে মানসম্মত হয়। বেশি বেশি আকর্ষিত এবং সুন্দর হয় ।

ইউটিউব ভিডিও SEO তে টাইটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

খেয়াল রাখবেন আপনার মূল কী-ওয়ার্ডটি অর্থাৎ আপনার ভিডিও যে রিলেটেড সেই আসল শব্দটি আপনার টাইটেল এর প্রথম শব্দ যেন হয়। 

আপনার টাইটেলটি সর্বোচ্চ আট থেকে দশ ওয়ার্ড এর মধ্যে লিখে শেষ করবেন।

টাইটেলে এমন শব্দ ইউজ করবেন যেন ভিউয়ার্স আপনার টাইটেল দেখে মন মুগ্ধ হয়ে যায়।


এখন ডেসক্রিপশন বক্স এর কথা বলিঃ

ভিডিও ভাইরাল এর জন্য ডেসক্রিপশন বক্সও অনেক ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রথমে আপনি যে টাইটেল টা  লিখেছিলেন সেটাই  আপনার ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। 

এরপর আপনার ভিডিওতে কি আছে তার সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করবেন এবং আপনার চ্যানেল ইনফর্মেশন ডিটেলস লিখে দিবেন। 

মনে রাখবেন ডেসক্রিপশন বক্সে আপনার মূল কিওয়ার্ড যেন দুই থেকে তিনবার থাকে।

ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিংকডইন সকল সোশ্যাল মিডিয়ার লিংকগুলো দিয়ে দিবেন। 

সর্বশেষে নিচে আপনার দু-একটি ইনকোয়ারি ট্যাগ দিতে পারেন ইনকোয়ারি নাম্বার ওয়ান দিয়ে একটি ট্যাগ দিলেন।  নাম্বার টু দিয়ে একটি ট্যাগ দিলেন। 


প্রশ্ন হচ্ছে আপনি সঠিক ট্যাগ কোথায় পাবেন কিভাবে পাবেন।

আপনার মূক ট্যাগটি আপনি ইউটিউবে লিখে সার্চ দিন 

একাধিক টাইটেল যুক্ত পোস্ট আপনি দেখতে পাবেন। সেগুলো কে আপনি খাতায় নোট করুন। 

এরূপ দশটি টাইটেল আপনি খাতায় নোট করার পর সেই টাইটেল গুলোকে আপনি ট্যাগ হিসেবে ইউজ করবেন।। 


তাহলে আপনার ভিডিও rank করবে এতে কোন সন্দেহ নেই। 






1 Response to "ইউটিউব ভিডিও ভাইরাল এর জন্য সঠিক ট্যাগ এবং টাইটেল ব্যবহার করুন "

  1. অনেক সুন্দর ও তথ্য বহুল পোস্ট করছেন। ইউটিউব এসইও

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel