অ্যাপ্রোন, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস।
অ্যাপ্রোনঃ
ল্যাবরেটরীতে প্রবেশের পূর্বে যে ল্যাব কোর্ট পরতে হয় তাকে অ্যাপ্রোন বলে।
অ্যাপ্রোন দুই প্রকার ১.হাপাতা
২. থ্রি কোয়াটার
উভয় এই সুতি কাপড়ের।
অ্যাপ্রণের মাধ্যমে বেশ কিছু উপকারিতা পাওয়া যায় যেমন শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি লাভ, স্কুল বা কলেজ ড্রেস রক্ষা, শরীরের ত্বক রক্ষা।
সতর্কতাঃ
এপ্রণের হাতায় যেন রাসায়নিক দ্রব্য না লাগে।
বুনসেন বার্নারের সংস্পর্শে যেনো না আসে।
নিরাপদ চশমাঃ
ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে চোখকে রক্ষা করার জন্য নিরাপদ চশমা ব্যবহার করা হয়।
নিরাপদ চশমার দুইপাশে রক্ষা প্লেট থাকতে হবে।
হ্যান্ড গ্লাভসঃ
ক্ষয়কারক ক্ষতিকর পদার্থ ধরার পড়বে গ্লাভস ব্যবহার করতে হয়। হ্যান্ড গ্লাভস 6 প্রকারঃ
১. নাইট্রাইল গ্লাভস
২.জিটেক্স গ্লাভস
৩.লাটেক্স গ্লাভস
৪.পলিভিনাইল গ্লাভস
৫.নিউপ্রিন গ্লাভস
৬.প্রাকৃতিক রাবার গ্লাভস
0 Response to " অ্যাপ্রোন, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস।"
Post a Comment