কীভাবে ফটোশপ থেকে মুখের ব্রণ দূর করা যায়
Sunday, 23 May 2021
1 Comment
কীভাবে ফটোশপ থেকে মুখের ব্রণ দূর করা যায়
হ্যালো রিডার্স আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে আপনারা ফটোশপের মাধ্যমে মুখের ব্রণ দূর করবেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। এরপর ব্রণ যক্ত একটি পিকচার সিলেক্ট কেরতে হবে।
পিকচারটি সিলেক্ট করার পর লেয়ার অপশনে গিয়ে পিকচারটি লক অবস্থায় থাকলে লেয়ারের উপরে ডাবল ক্লিক করে পিকচার টি আনলক করতে হবে।
ছবিটি আনলক করার পর লেয়র অপশনে রাইট বাটন ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে।
ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট অবস্থায় ফটোশপের উপরের দিকে ফিল্টার অপশনে ক্লিক করে গাউশিয়ান ব্লার নামে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করতে হবে তাহলে এই রকম একটি অপশন আসবে সেখানে থেকে আপনার ইচ্ছামতো রিডার্স অপশনটি কম বা বেশি করে নিতে পারেন।
এছাড়াও আপনি যেকোন ছবিতে 11.7 রেখে উপরে ওকে বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার কাজটি প্রায় শেষ হয়ে গেছে । যদি না হয় তাহলে আপনি আবার একই ভাবে কাজটি কম বা বেশি করে নিতে পারেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।
সবাইকে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে তা জানাবেন।
Good
ReplyDelete