ব্লগে পোস্ট করার আসল নিয়ম
আসসালামুআলাইকুম,
আশাকরি সবাই ভালোই আছেন। আজকের পোস্টটির টাইটেল দেখে বুঝেই নিয়েছেন যে, আজকের পোস্টটি হবে কিভাবে সঠিখ নিয়মে ব্লগে সাজিয়ে গুছিয়ে এবং SEO friendly পোস্ট করা যায়।
বর্তমান সময়ে ব্লগিং পেশাটিতে প্রতিনিয়তই প্রতিযোগী বেড়েই চলছে। এমন অবস্থায় আপনাকে ব্লগিং এ আপনার প্রতিযোগীদের সাথে প্রতিযোগীতা করতে অবশ্যই ব্লগ পোস্ট সম্পর্কে details knowledge থাকতে হবে।
আপনি যখন আপনার প্রতিযোগীর চেয়েও উত্তম ভাবে একই বিষয়ের উপর ব্লগে পোষ্ট করবেন, তখন পাঠকগণ আপনার লেখাটিকেই বেশি প্রাধান্য দিবে।
আর আপনি যখন গুছিয়ে এবং সকল তথ্য সমৃদ্ধ লেখা লিখবেন তখন পঠকগণ আপনার ওপর ভড়সা করবে এবং আপনার লেখা পড়তে বেশি সাচ্ছন্দ্য বোধ করবে।
আর এরুপ লক্ষ নিয়েই আজকের পুরো পোষ্টটি করা।
আশা করি সম্পুর্ণ পড়লে ব্লগ পোষ্ট করা নিয়ে আর মনে কোনো দ্বিধা দন্দ থাকবে না।
আজকের ব্লগ পোস্ট টি থেকে আপনি যা যা শিখতে পারবেনঃ
- কিভাবে ব্লগ পোস্টের আইডিয়া খুজে পাবেন
- কিভাবে ব্লগ পোস্ট টিকে ভাগে ভাগে বিভক্ত করবেন
- কিভাবে একটি সুন্দর keyword select করবেন
- কিভাবে একটি unique title খুজে বের করবেন
- কিভাবে SEO এর জন্য url optimize করবেন
- কিভাবে Meta description লিখবেন
- কিভাবে ইমেজ optimize করবেন
এছাড়াও এগুলোর সাথে সম্পৃক্ত আরো খুটিনাটি অনেক কিছুই শিখতে পারবেন। আর এর জন্য প্রয়োজন পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়া।
কিভাবে ব্লগ পোস্ট এর আইডিয়া খুজে পাবেনঃ
আমরা যখন ব্লগিং করার চিন্তা করি, তখন আমাদের প্রয়জন হয় নিয়মিত কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল লেখা এবং তা পাবলিশ করা।
কিন্তু প্রতিনিয়ত একই নিশ অর্থাৎ একই বিষয়ের ওপর লেখা আমাদের সম্ভব হয়ে ওঠে না।
এর জন্য প্রয়জন কন্টেন্ট আইডিয়া।
কন্টেন্ট আইডিয়া যেসব উপায়ে পেতে পারি সেগুলো হলোঃ
১. আপনি প্রথমত যে বিষয়ে লিখবেন সেটাকে গুগলে সার্চ দিবেন, সার্চবক্সে সেটাকে লেখার সাথে সাথে গুগল আপনাকে আরো অনেক গুলো সার্চ করার জন্য suggest করবে। সেখান থেকে আপনি নতুন নতুন পোষ্ট আইডিয়া খুজে নিতে পারেন।
২. গুগলে সার্চ করার পর scroll করে একদম নিচে গেলে আরো অন্য অন্য মানুষ কি কি লিখে সার্চ দিয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি content আইডিয়া নিতে পারেন।
৩. আপনি যে বিষয় লেখালেখি করবেন সেই বিষয় টিকে YouTube এ সার্চ দিয়ে বিভিন্ন ভিডিও থেকে আপনি content আইডিয়া নিতে পারেন।
৪. এছাড়াও আপনি আপনার নিশ রিলেটেড বা যে বিষয়ে লিখতে চাচ্ছেন সেই releted বিভিন্ন Facebook group এ যুক্ত থেকে বিভিন্ন মানুষেরা কোন কোন বিষয় জানতে চায়, সেগুলো ফলো করে আপনি ব্লগপোষ্টের আইডিয়া খুজে পেতে পারেন।
কিভাবে ব্লগ পোস্ট টিকে ভাগে ভাগে বিভক্ত করবেন
একটি ব্লগ পোষ্টকে সঠিকভাবে লিখতে হলে অবশ্যই আপনাকে পোষ্টটিকে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে।
আর সাজিয়ে গুছিয়ে লিখতে হলে আপনাকে ব্লগ পোষ্টকে কয়েকটি ভাগে বিভক্ত করতে হবে যেমনঃ
এখানে এমন কিছু লিখতে হবে যাতে ভিজিটর খুব অল্প সময়ে বুঝতে পারে পুরো পোষ্টটিতে কি কি অর্জন করা সম্ভব।
- ব্লগ পোষ্টটিতে কি কি আছে তার সংক্ষিপ্ত ধারণা
সংক্ষিপ্ত পয়েন্টে লিখতে হবে মেইন পোষ্টে কি কি হেডিং থাকছে। এর ফলে পাঠকগণ পুরো পোষ্টটির সকল হেডিং একনজরে দেখে নিতে পারবে।
- মেইন পোষ্টঃ ---পোষ্টে H1, H2..heading ব্যাবহার করতে হবে,, key word 3-4/1000 Word. Image 2/3 টি ১০০০ ওয়ার্ডে। internal link ইউজ করতে হবে। প্যারাগ্রাফ আকারে সম্পূর্ণ পোষ্টটিকে খন্ডে খন্ডে বিভক্ত করে লিখতে হবে।
- উপকারিতা উল্লেখ করতে হবে।
পুরো পোষ্টটিতে আপনি কি কি শিখলেন তা সংক্ষিপ্ত আকারে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে
- পোষ্টের শেষে শেষ কথা অর্থাৎ উপসংহার ব্যাবহার করতে হবে।
পোষ্টের একদম শেষে এমনভাবে শেষ কথা উল্লেখ করতে হবে যেন পাঠকগণ আপনাকে একজন ভালো লেখক হিসেবে বিবেচনা করে এবং এখাটি পড়ে আনন্দ পায়।
কিভাবে একটি সুন্দর keyword select করবে
Keyword select করার ক্ষেত্রে মনে রাখতে হবে। সাধারণত নতুন অবস্থায় কম competition এবং কম CPC এমন keyword ব্যবহার করা। কেননা এরুপ keyword খুব সহজেই গুগলে সার্চে প্রথম পেজে আনা সম্ভব হয়।
কিভাবে একটি unique title খুজে বের করবেন
পোষ্টে একটি সুন্দর unique title ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
টাইটেলটি unique কি না তা check করতে একটি system ফলো করতে হবে।
ধরুন আপনি একটি টাইটেল নির্বাচন করেছেন সেটি হলো
'"কিভাবে ব্লগ সাইট তৈরী করতে হয় "'
এই টাইটেল টির unique check করার জন্য টাইটেল এর আগে allintitle: ............. লিখে গুগলে সার্চ দিবেন। যদি একই টাইটেলে অন্য পোস্ট থাকে তাহলে তা show করবে। আর যদি না থাকে তাহলে কিছুই show করবে না।
যদি টাইটেল ইউনিক না হয়, তাহলে টাইটেলের মধ্যে কিছু change করে তা unique করে নিবেন।
কিভাবে SEO এর জন্য url optimize করবেন
এক্ষেত্রে আপনার মেইন keyword টি custom URL a রাখতে হবে।
কিভাবে Meta description লিখবেন
Meta description বলতে বুঝায়, পুরো পোস্টের সারসংক্ষেপ।
SEO এর জন্য meta description খুবই গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে এমন একটি meta description লিখবেন যেন আপনার keyword টি প্রথম বাক্যে থাকে।
সাধারণত শব্দে keyword থাকলে এটা সবচেয়ে বেশি ভালো হয়।
কিভাবে ইমেজ optimize করবেন
এক্ষেত্রে ইমেজের altr tag এ keyword ব্যবহার করতে হবে। ইমেজের সাইজ 100kb এর মধ্যে রাখতে হবে।
শেষ কথা
বন্ধুরা উপরোক্ত নিয়ম গুলো ফলো করে আপনি যদি ব্লগে পোষ্ট করেন তাহলে আপনার পোষ্টটি হবে একটি সুন্দর সাজানো গুছানো পোস্ট। যা একজন পাঠককে পড়ার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিবে।
আশা করি আজকের পোষ্টটি আপনাকে ব্লগ পোষ্ট গুলো গুছিয়ে করতে অনেকটাই সাহায্য করবে।
এর বাইরে আরো যদি কার্যকরী কোনো অংশ ব্লগ পোষ্টে সংযুক্ত করার দরকার হয় অবশ্যই সেটা আপনার মন মতো করে গুছিয়ে নিবেন।
আল্লাহ হাফেজ।।।
খুব সুন্দর।
ReplyDeleteলেখাটি অনেক ভালো লাগছে ভাইয়া
This comment has been removed by the author.
Delete