ব্লগ নিশ কি? তা কত প্রকার
আসসালামু আলাইকুম,
আজকের টাইটেল দেখেই বুঝতে পারছেন। আমরা কোন কোন বিষয় জানতে চাচ্ছি।
ব্লগিং ক্যারিয়ার শুরু করার আগে ব্লগিং নিশ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা রাখতে হবে।
আশা করি আজকের পোষ্টটি পড়লে আপনি যেসব বিষয় জানতে পারবেন সেগুলো হলোঃ
-ব্লগিং নিশ কি?
-ব্লগিং নিশ কত প্রকার ও কি কি।
- মাইক্রোনিশ ও মাল্টিনিশ এর মধ্য পার্থক্য বুঝতে পারবে।
-কিভাবে একটি সুন্দর ব্লগ নিশ select করতে পারেন।
তো শুরু করা যাক//
ব্লগিং নিশ কি?
বর্তমানে আমরা অনেকেই ব্লগিং এর সাথে জড়িত এবং প্রতিনিয়তই আরো নতুন নতুন মানুষ ব্লগিং এ আগ্রহ হচ্ছে।
একজম নতুন ব্লগার কে ব্লগিং শুরুর আগে অবশ্যই অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়।
যেমনঃ কি নিয়ে ব্লগিং করবে। কি দিয়ে ওয়েব সাইট তৈরী করবে এরুপ নানা প্রশ্ন।
এগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কি নিয়ে ব্লগিং করবে তা select করা।
আর এটিকেই বলে নিশ। অর্থাৎ একজন মানুষ যে বিষয়টির ওপর লেখালেখি করবে সে বিষয়টিই হলো তার নিশ।
উদাহরণ হিসেবে বলা যায় আমি নিজেই ব্লগওং করি ব্লগিং টিপস এর ওপর। আার তাই "ব্লগিং টিপস" হলো আমার নিশ।
অনুরুপ ভাবে আপনি যে বিষয়ের ওপর লেখালেখি করবেন সেটা হলো আপনার নিশ।
ব্লগিং নিশ কত প্রকার ও কি কি।
ব্লগ ভেদে নিশকে সাধারণত ২ ভাগে বিভক্ত করা হয়।
১. মাল্টি নিশ ব্লগ
২. মাইক্রো নিশ ব্লগ
মাল্টি নিশ ব্লগঃ
মাল্টি নিশ ব্লগ মানে বহু নিশের উপর প্রতিষ্ঠিত ব্লগ।
অর্থাৎ যদি কোনো ব্লগ সাইটে অনেক গুলো বিষয়ের ওপর লেখালেখি করা হয়, তখন সেই ব্লগ সাইটকে মাল্টিনিশ ব্লগ বলে।
যেমন একই ব্লগ সাইটে love, health, wealth ইত্যাদি নিশ নিয়ে একসাথে কাজ করলে সেটি হবে একটি মাল্টি নিশ ব্লগ।
মাইক্রো নিশ ব্লগঃ
যখন কোনো ব্লগ সাইট একটি নির্দিষ্ট নিশের ওপর প্রতিষ্ঠিত হবে তখন সেটি হবে একটি মাইক্রো নিশ ব্লগ।
যেমন ধরুন আমার সাইটে শুধু ব্লগিং টিপস্ নিয়ে আর্টিকেল লেখা হয়, আর অন্য কোনো বিষয়ের ওপর লেখালেখি করা হয় না। তাই আমার ব্লগ সাইটটা একটি মাইক্রো নিশ ব্লগ।
মাইক্রো নিশ ও মাল্টিনিশ এদের মধ্যে কোন টি নিয়ে কাজ করা ভালঃ
উপরের বিবরণ থেকে খুব সহজেই বুঝতে পেরেছেন
মাল্টি নিশ ও মাইক্রো নিশ সম্পর্কে।
এখন প্রশ্ন হলো কোনটি নিয়ে কাজ করা ভালো।
মূলত আপনি যদি একা একা ব্লগিং করেন তাহলে মাইক্র নিশ নিয়ে কাজ করা ভালো।
আর যদি অনেকে মিলে কাজ করেন তাহলে মাল্টিনিশ নিয়ে কাজ করা ভাল।
মাইক্রো নিশ নিয়ে কাজ করলে অনেক সুবিধা রয়েছে যেমন আপনি যখন মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন তখন আপনি কিছু নিয়মিত ভিজিটর পাবেন।
ধীরে ধীরে আপনার ব্লগটি সবার মধ্যে পরিচিত লাভ করবে। এতে করে আপনার ওয়েবসাইট টি একটি ব্যান্ডে পরিণত হবে।
আর মাইক্রো নিশ নিয়ে কাজ করলে, প্রতি সপ্তাহে একটি পোষ্ট করলেই যথেষ্ট।
অন্য দিকে মাল্টিনিশ নিয়ে কাজ করলে ভিজিটর ধরে রাখতে আপনাকে প্রতি ২ দিনে একটি পোস্ট করতেই হবে।
এইদিক বিবেচনায় মাইক্রনিশ সর্বাধিক গুরুত্বপূর্ণ।।
কিভাবে একটি সুন্দর ব্লগ নিশ select করতে পারেন
আপনি কোন বিষয়ে লেখালেখি করবেন সেটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে।
যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেই বিষয় নিয়েই ব্লগিং করবেন।
এখন প্রশ্ন হতে পারে, আপনার কোন বিষয়ের ওপর অধিক আগ্রহ রয়েছে সেটা বুঝবেন কিভাবে।
একটি বিষয় ফলো করলেই আপনি বুঝবেন কোন বিষয়ে আপনার অধিক আগ্রহ।
সেটা হলোঃ আপনি যে বিষয়ে কথা বলতে বা কাজ করতে ক্লান্তি বোধ করেননা, যে বিষয়ে বিনা পয়সায় অন্যকে সাহায্য করতে আপনি আনান্দ পান, সেটিই হলো আপনার জন্য উপযুক্ত নিশ।
আপনি সেই নিশ কে কেন্দ্র করে ব্লগিং শুরু করবেন।
শেষ কথা
আশাকরি ব্লগিং নিশ নিয়ে আপনারা একটি সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। নিশ সিলেক্ট করতে ভুল করলে আপনি কখনোই ব্লগিং এ সাফল্য অর্জন করতে পারবেন না।
তাই সবকিছু বিবেচনা করে আপনার জন্য কোন নিশ টি উপযোগী তা নির্ণয় করুন এবং সেই নিচের ওপর প্রতিনিয়ত কাজ করে যান, সাফল্য আসবেই ইনশাআল্লাহ।
খোদা হাফিজ
0 Response to "ব্লগ নিশ কি? তা কত প্রকার"
Post a Comment